জাতীয় মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র হলেন শ্রীলেখা

এমনিতেই তাঁর বলা সব কথা বিতর্কের জন্ম দেয়। তাঁর এই বেবাক সাহসিকতার জন্য অনেকে তাঁকে পছন্দ করেন,অনেকে অপছন্দ। হলদি- চন্দন, তুলসী-পাতা অথবা টলিউডের পৃষ্ঠপোষকতা। দু’টাকার সাংবাদিক অথবা সন্দেশখালি ইস্যু,সবেতেই তাঁর মতামত নিয়ে বারবার নানা বিতর্ক দেখা দিয়েছে। তবে এবার নতুনভাবে সামনে আসছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।জাতীয় মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র হিসাবে নির্বাচিত হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) আর দায়িত্ব পেয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি ব্যক্ত করলেন তিনি৷

আরও পড়ুন : কোভিড ১৯ ভ্যাকসিনেই কি শ্রেয়স তালপাড়ের হার্ট অ্যাটাক ?

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, ” I do deserve this and accept the same with all humanity. Thank you for such honour and i assure you i will do my best.”উল্লেখ্য, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের, হিউম্যআন রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার জাতীয় মুখপাত্র হলেন শ্রীলেখা মিত্র ৷ 4 মে থেকে 2029-এর 3 মে পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন তিনি ৷ সেই শংসাপত্রও শেয়ার করেছেন শ্রীলেখা।

ইতিমধ্যেই তাঁর ভক্তরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে আবার ট্রোলিং করে বলেন গেরুয়া ঘেঁষা সার্টিফিকেটও দিয়েছে। এবার দেখার, নতুন দায়িত্ব কীভাবে সামলান শ্রীলেখা।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published.