কোভিড ১৯ ভ্যাকসিনেই কি শ্রেয়স তালপাড়ের হার্ট অ্যাটাক ?
গতবছর ডিসেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তালপাড়ে (Shreyas Talpade) । ভর্তি ছিলেন পশ্চিম আন্ধেরির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। ঘটনার চার মাস পেরিয়ে গেছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অসুস্থতাকে কেন্দ্র করে তাঁর একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি জানিয়েছেন, এটি তাঁর দ্বিতীয় জন্ম। হতেই পারে এটা কোভিড ভ্যাকসিন (covid 19 vaccine) নেওয়ার কারণেই হয়েছে। তবে সেটা ঘটে থাকলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি বলেন, “আমি ধূম্রপান করি না, হ্যাঁ মদ্যপান ওই মাঝে সাঝে করি। না আছে আমার ব্লাড প্রেসার না আছে সুগার। তাহলে হার্ট অ্যাটাকের কারণটা কী হতে পারে? আমি অস্বীকার করতে পারি না যে ভ্যাকসিন নেওয়ার পর সাধারণ মানুষ স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়নি। আমি নিজেই নেওয়ার পর খুব দুর্বল বোধ করছিলাম। বেশ ক্লান্তি অনুভব করছিলাম। তাই এই তত্ত্বে কিছুটা পরিমাণে সত্যতা থাকলেও থাকতে পারে।” তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকে এই মন্তব্যকে রাজনৈতিক তরজা বলে মনে করছেন। অনেক বলছেন ভোট আসছে তাই তিনি এইসব কথা বলছেন। এত বছর পর ওনার মনে পড়ল। আপাতত তাঁর এই মন্তব্য রাজনৈতিক উস্কানি না অন্যকিছু তার উত্তর দেবে সময়।
আরও পড়ুন : হাসপাতালে ভর্তি কমেডিয়ান ভারতী সিং
উল্লেখ্য, শ্রেয়স এখন ব্যস্ত তাঁর ছবি কারতাম ভুগতাম এবং এমারর্জেন্সি নিয়ে। এমারজেন্সিতে তাঁকে কঙ্গনার বিপরীতে দেখা যাবে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama