অর্থনীতি

KYC-তে গণ্ডগোল ! বন্ধ হয়ে যেতে পারে মিউচুয়াল ফান্ড অ্য়াকাউন্ট

মিউচুয়াল ফান্ড বা ডিম্য়াট অ্য়াকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না ? KYC-তে সমস্য়ার জেরে হতে পারে এমন সমস্য়া। এই কারণেই প্রায় ১.৩ কোটি বিনিয়োগকারীর অ্য়াকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে চালু হওয়া নতুন নিয়মের সূত্র ধরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

তথ্য বলছে , এই ১.৩ কোটি বিনিয়োগকারী নিজেদের আধার ও প্য়ান নম্বরের বদলে অন্য় কারও ডকুমেন্ট সাবমিট করেছে। দেখা গিয়েছে, মিউচুয়াল ফান্ড খোলার সময় অনেকেই KYC-র জায়গায় বিদ্যুৎ বিল, ফোনের বিল, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ডিটেলস জমা করেছিলেন। কিন্তু বর্তমানে SEBI এই ধরনের ডকুমেন্টসকে মান্য়তা দেয় না। তাই এই সমস্ত বিনিয়োগকারীকে দ্রুত আধার ও প্য়ানের তথ্য জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সেবির তরফে জানানো হয়েছে, দেশে বর্তমানে প্রায় ১১ কোটি বিনিয়োগকারী আছেন, যারা মিউচুয়াল ফান্ড ও স্টক মার্কেটের মাধ্য়মে টাকা লগ্নি করেন। এদের মধ্য়ে প্রায় ৭.৯ কোটি মানুষের KYC সঠিক আছে। ১.৬ কোটি মানুষের KYC নতুন করে যাচাই করে দেখা হচ্ছে। এইমুহূর্তে প্রায় ১২ শতাংশ মানুষ KYC-র সমস্য়ার জন্য় অ্য়াকাউন্ট থেকে নিজেদের টাকা তুলতে পারছেন না। তাই এরকম কোনও সমস্য়া থাকলে দ্রুত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *