অভিষেকের সভার আগে পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ, মৃত ১ কিশোর
পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণের কারণে মৃত্যু হল ১১ বছর বয়সী এক কিশোরের। ঘটনায় আরও দুই কিশোর জখম হয়েছে। তাদের মধ্যে একজনের বাঁ-হাত উড়ে গিয়েছে। উল্লেখ্য, সোমবারই তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়ায় সভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির। তার আগেই এরকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত রাজ বিশ্বাসের বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। তিন্না নেতাজিপল্লি কলোনি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল ওই কিশোর। বেশ কয়েকজন মিলে পুকুর পাড়ে খেলার সময়েই দুর্ঘটনাটি ঘটে। জখম তিনজনকে প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাজকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বাকি দুই কিশোর রূপম বল্লভ ও সৌরভা চৌধুরিকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- কোভিড ১৯ ভ্যাকসিনেই কি শ্রেয়স তালপাড়ের হার্ট অ্যাটাক ?
এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, দুর্ঘটনাস্থান ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় আরও কোনও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে BJP প্রার্থী লকেট চ্যাটার্জি বলেন, ‘ওরা অভিষেককে স্বাগত জানাচ্ছে শিশুকে হত্যা করে। অভিষেকের আসার আগে তৃণমূল কর্মীরা দেখাচ্ছে কে কত বড় আসামি। আমি এলাকায় যাচ্ছি।‘
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama