বলি-হলিসেলুলয়েড

মুক্তি পেল মিস্টার অ্যান্ড মিসেস মাহির ট্রেলার

মুক্তি পেল মিস্টার অ্যান্ড মিসেস মাহির (Mr and Mrs mahi) ট্রেলার। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ও রাজকুমার রাও (Rajkummar Rao) থাকছেন মূখ্য চরিত্রে। ছবিটি একটি স্পোর্টস ড্রামা যেখানে দেখা যাবে এক সদ্যবিবাহিত দম্পতিকে যাদের ধ্যান জ্ঞান হল ক্রিকেট। ঘটনাচক্রে তাঁদের দুজনের নামই মাহি।

রাজকুমার কীভাবে জাহ্নবীর কোচ হয়ে উঠছেন, তাঁদের সম্পর্কের ওঠানামা, পরিবারের সঙ্গে দ্বন্দ, স্বপ্নপূরণের লড়াই নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। প্রসঙ্গত, ছবিতে শ্রদ্ধা জানানো হয়েছে বিখ্যাত ক্রিকেটার এম এস ধোনিকে। ট্রেলারে একটি জায়গায় ছবির মূল জুটিকে দেখা যাবে ভারতের ক্রিকেট ম্যাচের স্টেডিয়ামে,তাঁদের পরণে নম্বর ৭-এর জার্সি। ধোনির এক ঝলকও দেখা যাচ্ছে ট্রেলারে। না সশরীরে উপস্থিত থাকছেন না তিনি, রাজকুমারের দোকানের একটি দেওয়ালে দেখা যাচ্ছে তাঁর লার্জার দ্যান লাইফ ছবি। সঙ্গে দেখা যাচ্ছে সচিন তেন্ডুলকার, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল প্রমুখদেরও।

আরও পড়ুন : হাসি আর কান্নার ভিড়ে ভাবাবে লাপাতা লেডিজ়

করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিটির পরিচালনায় থাকছেন শরণ শর্মা। আগামী ৩১ মে সিনেমা হলে মুক্তি পাবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *