ঋতব্রত-অনুষা জুটির নতুন ছবি হেমন্তের অপরাহ্ন, প্রকাশ্যে পোস্টার
আসছে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের নতুন ছবি হেমন্তের অপরাহ্ন। সম্প্রতি কলকাতায় আয়োজিত হল তার পোস্টার লঞ্চ অনুষ্ঠান। পোস্টার উন্মোচন করলেন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব শ্রী গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক অমিত আগরওয়াল ও ছবির কলাকুশলীরা।
ছবিটি নিয়ে পরিচালক বলেন, “কোভিডের প্রেক্ষাপটে কলকাতা ও শহরতলির একাধিক স্থানে শ্যুট করা হয়েছে। থিয়েটার জগতের নেপথ্যের দৃশ্য ও শিল্পীদের সংগ্রামকে তুলে ধরবে এই ছবি। উদ্বেগ এবং বিষণ্ণতা কীভাবে সাম্প্রতিক সময়ে মানুষকে আত্মহননের দিকে প্ররোচিত করে তাও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।” এনিয়ে প্রযোজক অমিত আগরওয়াল বলেন, “যদিও সিনেমাটি একজন বয়স্ক বিধবার নিঃসঙ্গতার যন্ত্রণাকে কেন্দ্র করে তৈরি, কিন্তু এবার অশোক বিশ্বনাথন আকর্ষণীয়ভাবে লুইগি পিরানডেলোর একটি নাটককে সমান্তরালভাবে ব্যবহার করেছেন।”
আরও পড়ুন : কিস্তিমাত করতে পারল কি দাবাড়ু ?
মূখ্য় চরিত্রে রয়েছেন অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায় ও সত্যপ্রিয় মুখোপাধ্যায়। পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে সুর করেছেন গৌরব চট্টোপাধ্যায়। জানা গেছে, জুন মাসে মুক্তি পাবে এই ছবি।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama