সারাদিনে কোথায় কী ? দেখুন একনজরে
রাজনীতি থেকে খেলাধুলো কিংবা বিনোদন। দেশ ও রাজ্যজুড়ে সারাদিনে কোথায় কী ঘটল ? দেখে নিন একনজরে।
প্রচারে গিয়ে অসুস্থ মুকুলের সাথে দেখা করেন অধীর।
মালদায় বজ্র পাতে মৃত্যু ১১ জনের। এদিন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে প্রশাসন।
প্রচারে কেজরির মন্তব্যে জামিনের শর্ত লঙ্ঘন হয়নি। তা জানিয়ে দিল বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ।
অখিলেশ মমতার জুটিকে একহাত নিলেন মোদি। মোদির কটাক্ষ “অখিলেশের জিজ্ঞাসা করা উচিত কেন মমতা উত্তরপ্রদেশের মানুষদের বহিরাগত বলেন।
চিন-রাশিয়া সম্পর্ক গভীর করার জন্য আজই শি-পুতিনের চুক্তি স্বাক্ষর।
অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama