সারাদিন AC চালিয়েও বিদ্যুতের বিল আসবে সামান্য, জেনে নিন ট্রিকস

তীব্র গরমে হাঁসফাঁস করছে গোটা শহরতলী। গ্রীষ্মের দাবদহে প্রতিটি ঘরে প্রাণ যাওয়ার জোগাড়। এই মুশকিল আসান করতে একমাত্র সহায় এখন AC কিন্তু বিদ্যুতের বিলের ভয়ে জড়োসড়ো মধ্যবিত্ত সমাজ।  ভয়কে জয় করে বিদ্যুৎ সাশ্রয় করতে জেনে নিন মূল্যবান কয়েকটি ট্রিকস। যা আপনাদের বিদ্যুতের বিল কমাতে সাহায্য করবেই করবে।

1. রাজ্যের বিভিন্ন স্থানে ৪০° সেলসিয়াস এর উপরেই থাকছে গরমের দাপট। কিন্তু এই গরমের হাত থেকে বাঁচতে AC র তাপমাত্রা খুব কমিয়ে ফেললেই বিল আসবে মারাত্মক। বরং ২৪ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রাখলে তা শরীরের পক্ষে এবং খরচ কমানোর পক্ষেও শ্রেয়। উল্লেখ্য ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির তথ্যানুসারে,  ২৪ ডিগ্রি সেলসিয়াস দেহের জন্য আদর্শ তাপমাত্রা।

2. প্রতিবছর শীত চলে যাওয়ার পরে AC চালানো শুরু করার আগে সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। এর ফলে বিদ্যুতের বিল কম আসে।

3. ইলেকট্রিসিটি বিল কম করার জন্য AC তে টাইমার ব্যবহার করুন। এতে ঘরের তাপমাত্রা ঠান্ডা করার জন্য যতক্ষণ AC চলা বাঞ্ছনীয় ততটা সময় ধরেই চলবে। বাড়তি বিদ্যুৎ খরচ হবে না।

4.  ঘরের মধ্যেকার জানালা দরজা ও দেওয়ালে থাকা ফাকা স্থানগুলি ভরাট করুন। নয়তো ঘরের তাপমাত্রা কমতে অতিরিক্ত সময় লাগবে এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ হবে।

5. AC  তে স্লিপ মোড এর ব্যবহার করুন। এটি ৩৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.