প্রকাশ্যে iPhone 16 প্রো ম্যাক্সের ফিচার, কবে আসবে ভারতের বাজারে? জেনে নিন বিস্তারিত
এখনকার দিনে iPhone মানেই আলাদা উন্মাদনা, প্রতিটি মধ্যবিত্তেরই স্বপ্ন একবার এই ফোন ছুঁয়ে দেখা। গতবছর ভারতের বাজারে লঞ্চ হয়েছিল অ্যাপেলের iPhone 15 সিরিজ়। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছিল।
এবছর অ্যাপেল তাদের iPhone 16 সিরিজ় আনতে চলেছে। বাজারে আসার আগেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে iPhone 16 প্রো ম্যাক্সের খুঁটিনাটি। চলুন একবার দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে এই ফোনে আর কবেই বা হাতে পাবেন আপনি।
গতবছর ভারতে লঞ্চ হওয়া iPhone 15 প্রো ম্যাক্সের বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৫৯,৯০০ টাকা। এবছর আশা করা হচ্ছে iPhone 16 প্রো ম্যাক্সের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১,৬৯,৯০০ টাকা। যদিও লঞ্চের পর জানা সম্ভব হবে সঠিক দাম।
এবছর iPhone 16 প্রো ম্যাক্সে জেনেরেটিভ AI ফিচার এবং সুপার টেলিফোটো পেরিস্কোপ ক্যামেরা দেখা যেতে পারে, যার মাধ্যমে আপনি পেতে পারেন যথেষ্ট পরিমাণে অপটিক্যাল জুম করার ক্ষমতা।
iPhone 16 প্রো মাক্সে এবার দেখা যেতে পারে ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য ডেডিকেটেড “ক্যাপচার বাটন”, যার মাধ্যমে আরও সহজে আপনি আপনার ফোনের ক্যামেরাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অনুমান করা হচ্ছে বাটনটি ফোনের ডান দিকে নিচের দিকে থাকতে পারে।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নতুন iPhone-এর স্ক্রীন সাইজও বৃদ্ধি হতে পারে। গতবছর 15 প্রো ম্যাক্সের স্ক্রীন সাইজ ছিল ৬.৭ ইঞ্চি, যা এবছর বৃদ্ধি হয়ে হতে পারে ৬.৯ ইঞ্চি। ফলস্বরূপ এটি হতে পারে সবচেয়ে বড় সাইজের iPhone।
সূত্র মারফত জানা যাচ্ছে iPhone 16 প্রো ম্যাক্সে থাকতে চলেছে এযাবৎ কালে অ্যাপেলের সবচেয়ে বড় ব্যাটারি। ৪,৬৭৬ mAh ক্যাপাসিটির ব্যাটারির ফলে আপনি পেতে চলছেন বাড়তি ব্যাটারি লাইফ সঙ্গে আরও ভালো পারফরমেন্স।
কবে আপনি হাতে পাবেন এই ফোন? সাধারণত অ্যাপেল তাদের সব ফোন সেপ্টেম্বর মাসে লঞ্চ করে থাকে। এবারও আশা করা হচ্ছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে 16 প্রো সহ iPhone 16 সিরিজ়ের সব ফোন লঞ্চ হবে, ভারতের বাজারে আসতে পারে ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।