বিজ্ঞান-টেকচেক

২০,০০০ টাকা ছাড়, ধামাকা অফার আনল স্য়ামসাং

এবার ধামাকা অফার আনল স্য়ামসাং। তাদের S23 ফোনটি এখন ২০,০০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্টে। নতুন অফারের সঙ্গে ফোনটির প্রাথমিক মূল্য় ৬৪,৯৯৯ টাকা থেকে এখন পাওয়া যাবে ৪৪,৯৯৯ টাকাতে। পাশাপাশি যদি ক্রেডিট কার্ডের অফার থাকে তাহলে আরও অফার ও ক্য়াশব্য়াক পাওয়া যাবে।
স্য়ামসাং সংস্থা ফোনগুলির দাম কমানোর পাশাপাশি নিজেদের এআইকে আরও উন্নত করে তুলছে। নতুন এআই ফিচারে পাওয়া যাবে সার্কেল টু সার্চ অপশন। এই ফিচারে যেকোনও ইমেজকে গোল করে সরাসরি গুগলে সার্চ করা যাবে।
লাইভ ট্রান্সলেট- বিদেশে বা অন্য় কোনও রাজ্য়ে গিয়ে ভাষার সমস্য়ায় পড়েন? তাহলে এই ফোন ব্য়বহার করলে সমস্য়ার সমাধান হয়ে যাবে। লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্য়মে অন্য় যেকোনও ভাষার মানুষের সঙ্গে কথা বলায় আর সমস্য়া হবে না।
ফোনের মধ্য়ে থাকছে অসাধারণ একটি ক্য়ামেরা। প্রাইমারি ক্য়ামেরা ৫০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্য়ামেরা এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। অপটিক্য়াল ইমেজ স্টেবিলাইজার সহ 3X অপটিক্য়াল জুমের সুবিধা রয়েছে। কোয়ালকমের স্ন্য়াপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকছে ফোনে।
এই অফার খুবই সীমিত সময়ের জন্য়। তাই বেশি অপেক্ষা না করে আজই অর্ডার করতে পারেন নতুন ফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *