বিচারাধীন মামলা, চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য সরকার
কলকাতা হাইকোর্টের তরফে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করা হলেও এখনই কারও বেতন বন্ধ করবে না রাজ্য সরকার। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ও SSC। শিক্ষা দপ্তর সূত্রে খবর, যতদিন পর্যন্ত এই মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে ততদিন কারও বেতন বন্ধ করা হবে না। অর্থাৎ প্রত্যেকেই এপ্রিল মাসের বেতন পাবেন। চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন। তাই শ্রম আইন অনুসারে তার উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে।
উল্লেখ্য, SSC-তে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে তাদের সম্পূর্ণ বেতন ১২ শতাংশ সুদ সহ ফেরত দিতে বলা হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত CBI-কে চালিয়ে যেতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে সন্দেহভাজনদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে CBI। রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, ‘আগেই তারা অযোগ্যদের নাম, রোল নম্বর সহ হলফনামা কলকাতা হাইকোর্টে পেশ করেছেন।’