ফোনের ব্য়াটারির হাল খারাপ? জেনে নিন ব্য়াটারি ভালো রাখার উপায়

আপনার ফোনের ব্য়াটারি কেন তাড়াতাড়ি কম হয়ে যাচ্ছে খারাপ হয়ে যায় বুঝতে পারছেন না? তাহলে আপনাকে জেনে নিতে হবে ফোনের ব্য়াটারিকে ভালো রাখার কিছু উপায়।
১. চার্জ দেওয়ার সময় অবশ্য়ই ফোনের ব্য়াক-কভারটি খুলে রাখতে হবে। ফোন চার্জ দেওয়ার সময় ব্য়াটারি গরম হয়। ব্য়াক-কভারের কারণে এই অতিরিক্ত গরমটি বেরোতে পারে না। ফলে ক্ষতিগ্রস্ত হয় ফোনের ব্য়াটারি।
২. প্রত্য়েকবার ফোনের ফাস্ট চার্জিং অ্য়াডাপটার ব্য়বহার করলে ফোনের ব্য়াটারির ক্ষতি হয়। যখন আপনার দ্রুত চার্জ দেওয়ার দরকার পড়বে একমাত্র তখনই ফাস্ট চার্জিং অ্য়াডাপটার ব্য়বহার করুন। সারারাত চার্জ দিতে চাইলে স্লো চার্জিং অ্য়াডাপটার দিয়ে চার্জ দিন। নতুন ফোন কিনে এই রুটিন মেনে চললে ফোনের ব্য়াটারির ক্ষয় দ্রুত হবে না।
৩. আপনি ব্য়াটারি কখন চার্জ দিচ্ছেন, তার উপরেও নির্ভর করে এর আয়ু। ব্য়াটারির চার্জ একদম শেষ হওয়ার পর যদি নিয়মিত চার্জ দেন, তাহলে এই অভ্য়াস আপনাকে ত্য়াগ করতে হবে। ১৫-১০ শতাংশ ব্য়াটারি হওয়ার পর এর উপর মারাত্মক চাপ পড়ে। তাই নিয়মিত চেষ্টা করুন ২০ শতাংশ হওয়ার পরেই ব্য়াটারিতে চার্জ দিয়ে নিতে। এর ফলে আপনার ফোনের ব্য়াটারি ও ফোনটিও দীর্ঘায়ু হবে।

Leave a Reply

Your email address will not be published.