বিজ্ঞান-টেকচেক

এত কমদামে আইফোন ১৪! ধামাকা অফার আনল ফ্লিপকার্ট

স্বপ্নের আইফোন কিনতে চাইছেন? তাহলে আপনাকে সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট। ৫৫ হাজার টাকার কমে এখন ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে আইফোন ১৪।

এটি ১২৮ জিবি মেমোরির ফোন। ২০২২ সালে যখন বাজারে প্রথম এই ফোন এসেছিল তখন এর দাম ছিল ৭৯,৯০০ টাকা। সেই দাম থেকে অনেকটাই ডিসকাউন্টে মিলছে এই অসাধারণ ফোনটি। প্রাথমিক মূল্য়ের সঙ্গে আপনি যদি বিভিন্ন ব্য়াঙ্কের ক্রেডিট কার্ডের অফার যোগ করেন তাহলে দাম আরও কমে যাবে। এছাড়া আপনার আইফোন ১৩ ফোনটি ভালো অবস্থায় এক্সচেঞ্জ করলে পাবেন আরও প্রায় ২৬ হাজার টাকার ডিসকাউন্ট।


তবে এখন আপনার মনে হতে পারে কেন আইফোন ১৫ বাজারে এসে যাওয়ার পরেও কিনবেন আইফোন ১৪। প্রথম কারণ হতে পারে আইফোন ১৫-র দাম এখন অনেক বেশি। তাই বাজেটে ভালো আইফোন হাতে পেতে এর থেকে ভালো সুযোগ আর আসবে না। এছাড়া আইফোন ১৪-এ রয়েছে ৬.১ সুপার রেটিনা ডিসপ্লে। অ্য়াপলের এ১৫ চিপের জন্য় ফোনটির পারফরম্য়ান্স হবে তুখোর। পাশাপাশি থাকছে ১২ মেগাপিক্সেল মেন ক্য়ামেরা ও ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্য়াঙ্গেল ক্য়ামেরা। ৩২৭৯ এমএইচ ব্য়াটারির জন্য় কোম্পানি দাবি করেছে ফোনে একটানা ২০ ঘণ্টা ভিডিও দেখা যাবে এবং ৮০ ঘণ্টা গান শোনা যাবে। পাশাপাশি সারাদিন ফোনটি একবার চার্জ দিয়েই ব্য়বহার করা যাবে।


তাহলে আর দেরি কেন? এই অফার কিন্তু খুব কম সময়ের জন্য়। নতুন ফোন কিনে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *