আরও বাড়বে গরম, জারি লাল সতর্কতা

গরমের হাঁসফাঁসানি থেকে এখনই নিস্তার নেই সাধারণ মানুষের। একফোঁটা বৃষ্টির জন্য রাজ্যবাসী প্রার্থনা করলেও এখন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি বাদে রাজ্যের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়তে পারে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেখানে লাল সতর্কতাও জারি করা হয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রির ঘরে থাকবে। শনিবারও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরেও আগামী ২ দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহওয়া দপ্তরের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে খুব প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কেউ যেন বাড়ি থেকে বের না হন। এছাড়া প্রচুর পরিমাণে জল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.