সুস্থ থাকুন

নখ দেখে শনাক্ত করা যাবে রোগ!

শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ। এদিকে বুঝতে পারছেন না আপনার ঠিক কী হয়েছে। একাধিক পরীক্ষা করাতে হবে, খরচও হবে বিস্তর; সেই ভয়ে ডাক্তারের কাছেও যেতে চান না অনেকে। তবে এবার আপনি আপনার নখ দেখেই প্রাথমিকভাবে বুঝতে পারবেন আপনি ঠিক কোন রোগে আক্রান্ত।

১. ফ্যাকাশে সাদা নখ

নখ যদি ফ্যাকাশে থাকে বা বিবর্ণ দেখায় তাহলে ওই ব্যক্তির রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগে ভোগার সম্ভাবনা বেশি থাকে। আয়রনের অভাবে রক্তে অক্সিজেনের ঘাটতি হতে পারে। যার জেরে ত্বক ও নখের নিচের টিস্যু বিবর্ণ হয়ে যেতে পারে।

২. হলদেটে নখ

নখ হলদে হতে শুরু করলে বা মোটা হতে শুরু করে ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকে। এর জেরে নখের নিচের টিস্যুও ক্ষতিগ্রস্ত হয়।

৩. নখে কালো-খয়েরি দাগ

কোনও ব্যক্তি মেলানোমায় আক্রান্ত হলে নখে কালো-খয়েরি দাগ দেখা দেয়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এই রোগ হয়ে থাকে।

৪. ভাঙা বা খোদাই করা নখ

নখের কিছু কিছু অংশ যদি ভেঙে যায় তাহলে ওই ব্যক্তি সোরিয়াসিসে আক্রান্ত হতে পারে। নখ ছাড়াও এই রোগ ত্বকেও হতে পারে।

৫. পাতলা নখ

কেউ থাইরয়েডে আক্রান্ত হলে নখ পাতলা হয়ে যায়। সামান্য আঘাতে ভেঙে যায়।

৬. নখে সাদা দাগ

কারও কিডনি ও যকৃতের রোগ থাকলে বা শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে নখে আড়াআড়িভাবে সাদা দাগ দেখা যায়।

৭. নীল নখ

নখ নীল হতে শুরু করলে বুঝতে হবে শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। নিঃশ্বাসের সমস্যা বা হৃদরোগের কারণেও নখ নীল হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *