বড় বিজ্ঞাপন, বিলবোর্ড লাগানোর ক্ষেত্রে নতুন নিয়ম আনছে কলকাতা পৌরনিগম
সম্প্রতি মুম্বইয়ের বিলবোর্ড দুর্ঘটনা দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। তাছাড়া শহরের যত্রতত্র এলোমেলো ভাবে লাগানো হচ্ছে বিলবোর্ড কিংবা হোর্ডিং, এর জেরে বাড়ছে দৃশ্যদূষণ। তাই সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন নিয়ম আনতে চলেছে কলকাতা পৌরনিগম।
সূত্রের খবর, এক্ষেত্রে শহরকে তিনটি জোনে ভাগ করা হচ্ছে।
নো অ্যাডভার্টাইজমেন্ট জোন : এখানে কোনও হোর্ডিং, বিলবোর্ড লাগানোর অনুমতি দেওয়া হবে না।
গ্রিন জোন : পৌরনিগমের শর্তসাপেক্ষে ব্যানার, হোর্ডিং লাগানোয় অনুমতি দেওয়া হবে।
প্রাইভেট হোর্ডিং ফ্রি জোন : শুধুমাত্র সরকারি বিজ্ঞাপনকে অনুমতি দেওয়া হবে। এর মধ্যে থাকছে ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিটের মতো এলাকা।
উল্লেখ্য ট্র্যাফিক সিগনাল পোস্ট, পুলিশ বুথেও কোনওরকম বিজ্ঞাপন দেওয়া যাবে না। এছাড়া ব্যানার, হোর্ডিং বা বিলবোর্ড লাগানোর ক্ষেত্রে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করা, গাছে পেরেক না পোঁতার বিষয়েও বিস্তারিত বলা থাকবে এই নিয়মাবলীতে। সব ঠিক থাকলে ভোটের পর কার্যকর হবে এই নিয়ম।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama