আগামী কয়েকদিন বাড়বে গরম, ফের অস্বস্তিতে বঙ্গবাসী
মাঝে বৃষ্টি খানিকটা স্বস্তি দিয়েছিল। এবার ফের ক্রমবর্ধমান তাপমাত্রা আর তীব্র গরমে অস্বস্তিতে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার মানুষজন। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তাপমাত্রা।
তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই মঙ্গলবার রায়গঞ্জের তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকলেও কলকাতার তাপমাত্রাও পৌঁছে যায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।
মৌসম ভবন সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র – বিদ্যুৎ সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কয়েকটি দিন ফের গরম সহ্য করতে হবে বঙ্গবাসীকে।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama