বাগুইআটিতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব ?

ভোটের আবহে সরগরম রাজ্য-রাজনীতি। এর মাঝেই বাগুইআটিতে ১ তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সঞ্জীব দাস। স্থানীয়দের একাংশের তরফে জানা গেছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। পরে পুলিশকে ঘিরে ধরেই বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।

জানা গেছে, বাগুইআটির অর্জুনপুর এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। শুরুর দিকে দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি ও মারামারি চলতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের গন্ডগোল শুরু হয়। এর জেরেই মাথায় চোট পায় সঞ্জীব দাস। পরে তাকে ধরে কিল-চড়-লাথির পাশাপাশি লাঠি দিয়ে পেটাতে থাকে অপর গোষ্ঠীর লোকজন।

স্থানীয়রা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। এরপর দোষীদের গ্রেপ্তারের দাবিতে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতির সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় RAF নামানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.