প্রয়াত বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি
মারা গেলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি। দিল্লির AIIMS – এ চিকিৎসা চলাকালীন আজ সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।জানা গেছে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।
গত একমাস ধরে AIIMS- এর ICU- তে ভর্তি ছিলেন একদা বিহারের BJP- র মুখ সুশীল মোদি। গত ৩ এপ্রিল শারীরিক অবস্থার কথা জানিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার পাশাপাশি সামগ্রিকভাবে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, ২০০৫-২০২০ সালের মধ্যে ১১ বছরের বেশি সময় ধরে বিহারের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে BJP -র শীর্ষ নেতারা।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama