ছবিঘর

অপরূপ এই পাখিদের সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে

প্রকৃতি তার নিজ সৃষ্টিতে তৈরি করেছে প্রায় দশ হাজারের অধিক প্রজাতির পাখি। রঙিন ও প্রাণবন্ত এই পাখিদের চেনা যায় তাদের আকার, রং ও পালক দিয়ে। আসুন দেখে নিই বিশ্বের ১০টি এমন সুন্দর পাখি যাদের নিখুঁত সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন আপনি। 

ময়ূর : অপূর্ব সুন্দর পালকের স্তরে সাজানো নীল ও সবুজের আবেশ একে দিয়েছে ভারতের জাতীয় পাখির মুকুট।

স্কারলেট ম্যাকাও : লাল, কোবাল্ট ব্লু ও হলুদ পালকের স্কারলেট ম্যাকাও দেখা যায় দক্ষিণ ও মধ্য আমেরিকার ক্রান্তীয় রেইন ফরেস্টে। পৃথিবীর অন্যতম সুন্দর পাখি এটি।

ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজিওন : অস্ট্রেলিয়ার নিউগিনি দ্বীপের এই পাখিটি নীলাভ ছাইরাঙা পালকে ঢাকা এবং এর বুকের কাছে মেরুন রং থাকে। ক্রাউন্ড পিজিওনের মাথার ঝুঁটিটি দারুণ।

রাজহাঁস : ধবধবে সাদা রাজহাঁস তার সরু লম্বা গলা ও হলুদ ঠোঁটের মাধ্যমে হয়ে উঠেছে অপরূপ সুন্দর।

সোনালী মথুরা : পশ্চিম চিনা অরণ্যের এই পাখিটি সোনালী হলুদ, স্কারলেট লাল ও নীল রঙের হয়। লাজুকে স্বভাবের সোনালি মথুরা খুব বেশি ঘুরে বেড়াতে পছন্দ করে না।

নীলকন্ঠ : উত্তর-পূর্ব আমেরিকার স্থানীয় ব্লু জে বা নীলকন্ঠ পাখিটির মাথা ও ঘাড় নীলরঙা। ডোরাকাটা নীল ও কালো রংয়ের লেজ একে করে তোলে অনন্য সুন্দর। 

ফ্লেমিঙ্গো : সরু পা, লম্বা ঘাড় ও বড় ডানার ফ্লেমিঙ্গো উপকূল অঞ্চলে ঝাঁকে ঝাঁকে দেখা যায়। হালকা গোলাপী এই পাখিটিকে ওয়েডিং বার্ডও বলা হয়।

মাছরাঙ্গা : ছোটো রঙিন মাছরাঙ্গা ৮৭ রকমের ভিন্ন প্রজাতির হয় এবং সারা পৃথিবীতে এর দেখা মেলে।

রোলারস : কেনিয়ার জাতীয় পাখি লিলাক ব্রেস্টেড রোলারস্ অপেক্ষাকৃত বড় মাথার হয় এবং এর পালকে নানা রঙের বাহার দেখা যায়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকায় রোলারসের দেখা মেলে।

কুয়েটজাল : মধ্য আমেরিকার এই পাখিটির লেজ তিন ফিট লম্বা হয় এবং সবুজ রঙের কুয়েটজাল বিপন্ন পাখিদের মধ্যে একটি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল-https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ-https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *