বিরোধীরা আগ্নেয়াস্ত্র রেখে CBI পাঠাচ্ছে, নাটক হতে পারে ; সন্দেশখালি নিয়ে কটাক্ষ কুণালের

কলমে – দীপঙ্কর পাল

দ্বিতীয় দফার নির্বাচনের মাঝেই ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল সন্দেশখালি। আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে ইতিমধ্য়েই সরগরম রাজ্য়-রাজনীতি। আর সেই প্রসঙ্গেই এবার বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, খতিয়ে দেখতে হবে; পুরো ব্য়াপারটাই নাটক হতে পারে।

আজ শাহজাহান শেখ ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আর সেই অভিযানেই উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ বোমা। তারপরই ঘটনাস্থানে উপস্থিত হয়ে অপারেশনে নামে NSG কমান্ডো। অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে চালানো হয় তল্লাশি। তবে পুরো ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যখন আমি এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছি সেইসময় পর্যন্ত নিজের চোখে এখনও কোনও আগ্নেযাস্ত্র দেখতে পাইনি। বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি CBI সন্দেশখালিতে অভিযান চালিয়ে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এখনও পর্যন্ত CBI-র তরফে অফিসিয়ালি কোনও কিছু জানানো হয়নি। সেইসঙ্গে অস্ত্র উদ্ধার সম্পর্কিত কোনও ছবিও প্রকাশ করা হয়নি।”

আরও পড়ুন : সন্দেশখালিতে তৃণমূল নেতা-ঘনিষ্ঠের বাড়িতে আগ্নেয়াস্ত্র-বোমার পাহাড়, রোবট নিয়ে তল্লাশি NSG-র বিশাল টিমের

পাশাপাশি অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে কুণাল ঘোষ বলেন, “বদনাম করার জন্য বিরোধীরা সেখানে আগ্নেয়াস্ত্র পাঠিয়ে এবং পরে সেই স্থানে CBI পাঠিয়ে নাটক করছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। যদি আমাদের কোনও শত্রু বা বিরোধী দল ষড়যন্ত্র করে সেখানে আগ্নেয়াস্ত্র পাঠিয়ে থাকে তবে সেই বিষয়ে পুলিশকে অনেক বেশি তৎপর থাকতে হত।”

সূত্রের খবর, এদিনের অভিযানে দেশি ও বিদেশি মিলিয়ে এখন পর্যন্ত অন্তত ১৫টি আগ্নেয়াস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে নাইন MM, সেভেন MM পিস্তল। সেইসঙ্গে বোমা ও কার্তুজও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.