বিজ্ঞান-টেকচেক

১০,০০০ টাকায় 5G ফোন, হেডফোন FREE!

এবার ১০,০০০ টাকার মধ্য়ে দুর্দান্ত 5G মোবাইল বাজারে আনল রিয়েলমি। আজ বিকেল ৪টের সময় ফ্লিপকার্টে লঞ্চ করছে Realme C65 5G। সংস্থার দাবি, এই নতুন ফোনে বিশ্বে প্রথমবার মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ব্য়বহার করা হয়েছে। এছাড়া এই হ্যান্ডসেটে এমন অনেক ফিচার রয়েছে, যা ১০ হাজার টাকার দামের ফোনে আগে কখনও দেখা যায়নি। যেমন এতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এছাড়া ফোনে রয়েছে ৬+৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি মেমোরি চিপ, ৪ বছরের জন্য় ল্য়াগ ফ্রি ইউজের গ্য়ারান্টি, ৫০ মেগাপিক্সেল AI ক্য়ামেরা, ১৫ ওয়াট ক্য়ুইক চার্জ, ৫,০০০ Mh ব্য়াটারি। ফোনের সামনের ক্য়ামেরা ৮ মেগাপিক্সেলের।


ফোনটি দু’টি রঙে পাওয়া যাবে ফ্লিপকার্টে। এর প্রাথমিক দাম রয়েছে ১০,৪৯৯ টাকা, তবে বিভিন্ন ব্য়াঙ্কের ক্রেডিট কার্ডের অফার দিয়ে ফোনটি ১০ হাজার টাকার কমেও পাওয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন ব্য়াঙ্কের অফারে প্রতি মাসে ৬০০ টাকা EMI দিয়েও ফোনটি কেনা যাবে। ফোনটির আরও দু’টি ভার্সনের দাম হল ১১,৪৯৯ এবং ১২,৪৯৯ টাকা। রিয়েলমি’র ওয়েবসাইট থেকে কিনলে এখন ফোনটির সঙ্গে ৮৯৯ টাকার একটি হেডফোনও বিনামূল্য়ে পাওয়া যাবে।


কোম্পানি জানিয়েছে ফোনটিতে ৩টি অ্য়ান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং ২ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। আপাতত এটি অ্য়ান্ড্রয়েড ১৪ সহকারে বাজারে আসছে। তাহলে এই ফোনটি আপনি কিনছেন তো ? জানান আমাদের কমেন্ট বক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *