রাজ্য়পালের বিরুদ্ধে আরও এক শ্লীলতাহানির অভিযোগ, নবান্নে রিপোর্ট পেশ
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে আরও এক শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এল। এই অভিযোগের অনুসন্ধান করে নবান্নে স্বরাষ্ট্র দপ্তরে একটি রিপোর্ট জমা দিয়েছে লালবাজার। জানা গিয়েছে, ২০২৩ সালে এক নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে লালবাজারে বিষয়টি জানিয়েছিলেন।
সূত্রের খবর, ২০২৩ সালে ৫ ও ৬ জুন শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছিল। দিল্লির এক হোটেলে রাজ্যপাল ওই ওডিশি নৃত্যশিল্পীর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ। দিল্লিতে এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। নয়াদিল্লির একটি বিলাসবহুল হোটেলে মহিলার জন্য ঘর বুক করেছিলেন রাজ্যপালের এক আত্মীয়। ওই ঘটনার পর কলকাতা ফিরে অভিযোগ জানানো হলেও সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কোনও তদন্ত করতে পারেনি। তাই লালবাজার অনুসন্ধান শুরু করে ও সেই সংক্রান্ত একটি রিপোর্ট নবান্নে জমা দেয়।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama