অবসর নিলেন সুনীল ছেত্রী, কলকাতায় খেলবেন শেষ ম্যাচ
ভারতীয় ফুটবলের আরও এক অধ্যায়ের সমাপ্তি। অবসর ঘোষণা করলেন কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রী। আজ এক ভিডিয়ো বার্তায় জানালেন সেই কথা। তবে শেষ ম্যাচ খেলবেন কলকাতাতেই।
আগামী ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি। ভিডিয়ো বার্তায় দেশের হয়ে প্রথম খেলা থেকে শুরু করে নানা বিষয়ে নিজের অনুভূতির কথা জানান সুনীল।
উল্লেখ্য, ২০০৫ সালের জুন মাসে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন সুনীল ছেত্রী। সেই শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। সময়ের ফেরে ভারতীয় ফুটবল খুঁজে পেয়েছে আর এক লেজেন্ডকে। দেশের হয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৯৪ টি গোল। এই তালিকায় রোনাল্ডো ও মেসির পরেই রয়েছেন তিনি।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama