কয়েকদিনের ছুটিতে দূরে কোথাও নির্জনে, গন্তব্য কোলাখাম

সারাদিন কাজ। সন্ধ্যার ক্লান্তি। একঘেয়ে জীবন। খুব বেশি হলে উইকেন্ডে কাছে-পিঠে কোথাও নিজেকে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা। হাঁফিয়ে উঠেছেন ? তাহলে আর দেরি না করে কয়েকদিন স্বেচ্ছায় নিখোঁজ হয়ে যান। ঘুম ভাঙুক পাহাড়ি পাখিদের ঝগড়ায় আর কাঞ্চনজঙ্ঘার কোলে। রাত কাটুক পাইনের জঙ্গলের নিস্তব্ধতায় নিজেকে খোঁজার চেষ্টায়। গন্তব্য হোক কোলাখাম।

শহর থেকে দূরে উত্তরবঙ্গের এক ছোট্ট গ্রাম। না এখানে তেমন ভিড় নেই। আজ এক অপূর্ব স্নিগ্ধতা। কালিম্পঙের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫০০ ফুট উঁচুতে রয়েছে এই গ্রাম। কাছেই রয়েছে
নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক। তাই সবুজের একাধিপত্য। যেদিকে তাকাবেন জঙ্গল আর পাহাড়। কিছুটা দূরে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা। হরেকরকম নাম না জানা পাখিদের শব্দে আপনার সকাল শুরু হোক। বেলা একটু বাড়লেই বেরিয়ে পড়ুন। ঘুরে দেখুন ছাঙ্গে ফলস, লাভা মনেস্ট্রি, রিশপ। ইচ্ছে হলে গাড়ি করে ডেলো, কালিম্পংও ঘুরে আসা যায়। তবে কাঞ্চনজঙ্ঘার মায়া কাটিয়ে ওঠা সত্যিই অসম্ভব। এখানেই হয়তো প্রথম দিনটা কেটে যাবে।

দ্বিতীয় দিন সকালে উঠে নোকধারা লেক দেখতে বেরিয়ে পড়ুন। এখানে বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে। কাছাকাছি রয়েছে গুম্বাদারা মনেস্ট্রি। এখানকার বুদ্ধমূর্তি মনকে শান্ত করে দেয়। একটু জিরিয়ে নিয়ে তিস্তার সৌন্দর্য উপভোগ করুন। এভাবেই কেটে যাক দিনটা। পাইনের জঙ্গলের নীরবতা শুনতে শুনতে নেমে আসুক রাত। সবমিলিয়ে এক অদ্ভুত শান্তি আর স্নিগ্ধতা অনুভব করবেন।

ঠাঁই
এখানে মাথাগোঁজার একাধিক বন্দোবস্ত রয়েছে। হোমস্টে, কটেজ সমস্তকিছুই রয়েছে। খাবার নিয়ে মাথাপিছু ১৫০০-১৬০০ টাকা খরচ পড়তে পারে। এছাড়াও গরম জল, রুম হিটারের ব্যবস্থাও রয়েছে। তাই নিশ্চিন্তে নিশিযাপন করা যাবে। খাবারের অভাব নেই। চারবেলা জমিয়ে পেট পুজো করতে পারবেন। হোমস্টে-তে সকালে লুচি থেকে শুরু করে একাধিক জলখাবারের পাশাপাশি দুপুরে ভাত,ডাল, মাছ, ডিম,মাংস, ভাজাভুজি, হরেকরকম পদের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার স্ন্যাকস থেকে শুরু করে রাতের খাবারও হাতের কাছে পেয়ে যাবেন।

যাত্রাপথ
কলকাতা থেকে আকাশপথে বাগডোগরা। সেখান থেকে গাড়ি করে লাভা। আর লাভা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই কোলাখাম। এক্ষেত্রে গাড়ির ভাড়া সর্বোচ্চ ৩০০০-৩,৫০০ টাকা।

তাই আর সাত-পাঁচ না ভেবে চটপট প্ল্যান করে ফেলুন। আর সুযোগ বুঝে হারিয়ে যান কোলাখামের পাইনের জঙ্গলে।

Leave a Reply

Your email address will not be published.