দিল্লির শতাধিক স্কুলে বোমাতঙ্ক, হুমকি মেইলে

দিল্লি (Delhi) নয়ডা, গাজিয়াবাদ এলাকার ১০০টিরও বেশি স্কুলে (Schools) বোমাতঙ্ক (Bomb Threat)। বুধবার সকালে আচমকাই একটি উড়ো মেইলে (Hoax Mail) জানানো হয় স্কুলগুলিতে বোমা রাখা আছে। খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা তৎপর হন স্কুল থেকে সন্তানদের ফিরিয়ে আনতে। এদিকে খবর পাওয়া মাত্রই স্কুলগুলিতে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। দিল্লি পুলিশের (Delhi Police) তরফে জানানো হয়, বেলা ১২টা পর্যন্ত ফায়ার কন্ট্রোল রুমে প্রায় ৯৭টি হুমকি ফোন ও চিঠি আসে। যদিও দিনের শেষে তল্লাশিতে কিছুই উদ্ধার হয়নি।

তবে কোথা থেকে এল এই মেইল? নেপথ্য়ের কলাকুশলীই বা কারা? পুলিশ জানিয়েছে, মেইলটি ভুয়ো ও আতঙ্ক ছড়াতেই এমন মেইল পাঠানো হয়েছে। একই দাবি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও। একইসঙ্গে স্কুলে পঠনপাঠনও স্বাভাবিক ছন্দে চলবে বলে জানিয়েছেন তাঁরা। তবে গোয়েন্দা সূত্রে খবর, দিল্লি এনসিআরের একাধিক স্কুলে যে সার্ভার থেকে এই মেইলটি পাঠানো হয়েছে তা রাশিয়ার। sawariim@mail.ru নামক ইমেল অ্য়াড্রেস থেকে মেইলটি আসে। এমনকি, একটিমাত্র আইপি অ্য়াড্রেস ব্য়বহার করেই একাধিক মেইল পাঠানো হয়েছে। ডার্ক ওয়েবকে কাজে লাগিয়েই অপরাধীরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানান তদন্তকারীরা।

আরও পড়ুন- সকালে তাপস-স্তুতি, বিকেলেই কুণালের পদ কাড়ল তৃণমূল; দর্শানো হল কারণও

এদিন চাণক্য়পুরী থানার অন্তর্গত সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, ডিএভি স্কুল, অ্য়ামিটি স্কুলসহ ১০০টিরও বেশি স্কুলে হুমকি মেইল আসে। তাতে লেখা, ‘যেখানেই দেখা হবে, ওদের মেরে দাও।’ মেইলে কোরানের উক্তিও লেখা রয়েছে বলে জানান এক পুলিশ আধিকারিক।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি মারলেনাও। তিনি বলেন, ‘এটা খুব দুর্ভাগ্য়জনক যে কোনও একটি দল বাচ্চাদের টার্গেট করছে ও তাদের অভিভাবকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। দিল্লি পুলিশ শীঘ্রই অপরাধীদের খুঁজে বের করবে। তবে স্কুলে কড়া নজরদারি চালানো হবে ও পঠনপাঠনও স্বাভাবিক রাখা হবে।’ স্কুলগুলিসহ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। লোকসভা ভোটের আবহে এমন ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস যোগের কথাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। দিল্লি পুলিশের স্পেশাল সেল গোটা ঘটনায় ইতিমধ্য়েই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ- https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published.