হিমাচল প্রদেশে অটল টানেলের কাছে উল্টে গেল গাড়ি, মৃত ১ ও আহত ১৮
হিমাচল প্রদেশের অটল টানেল সংলগ্ন ঘুন্ধি ব্রিজের কাছে উল্টে গেল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। আহত ১৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে মানালির DSP কে ডি শর্মা জানিয়েছেন, মুম্বই থেকে বেড়াতে এসেছিলেন মোট ২১ জন। ঘুন্ধি ব্রিজের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
জানা গেছে, গাড়িতে মোট ২১ জন ছিল। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ১৮ জন। তবে চালক ও অন্য এক যাত্রী সুস্থ রয়েছে। আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424
ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews
ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama