খবররোজনামচা

কর্মক্ষেত্রে স্বীকৃতি অর্জন মেষের, কাজের চাপ বাড়বে মকরের; পড়ুন রাশিফল

Aries মেষ
নিজ দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে স্বীকৃতি অর্জন করবেন। নতুন কোনও উদ্য়োগ সফল হবে, তা নিয়ে এগোতে থাকুন। পরিবারের সদস্য়দের সঙ্গে সময় কাটাবেন।

Taurus বৃষ
আর্থিক দিক থেকে দিনটি আপনার কাছে শুভ। খাদ্য়াভ্য়াসে বদল আনা জরুরি। দলগত প্রচেষ্টায় কর্মক্ষেত্রে সময়ের মধ্য়েই কার্যসিদ্ধি। কর্মব্য়স্ত জীবন থেকে ছুটি পেতে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা।

Gemini মিথুন
নতুন সুযোগ আসায় আর্থিক দিকটি উন্নত হবে। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব আসতে পারে। ঘরে আপনার উদ্য়োগে শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কে ভালো কিছু প্রত্য়াশা রয়েছে।

Cancer কর্কট
কর্মক্ষেত্রে আপনার উপদেশ গৃহীত হবে ও এর জন্য়ে প্রশংসা কুড়োবেন। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্য়দের সঙ্গে ছুটি ভালোই কাটবে। কোনও সম্পত্তিতে বিনিয়োগে ভালো রিটার্ন পাবেন।

Leo সিংহ
অর্থনৈতিক ক্ষেত্রে আসা কোনও সুযোগ এখন মিস করলে ক্ষতির আশঙ্কা। কর্মক্ষেত্রে দেরিতে স্বীকৃতি মিলতে পারে। ঘরে শান্তি বজায় রাখতে অর্ধাঙ্গিনীর ভূমিকা প্রশংসনীয়। নিজের যানবাহনের দায়িত্বভার আপাতত অন্য় কাউকে দেবেন না।

Virgo কন্যা
শারীরিক সুস্থতা ফিরে পেতে বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। কর্মক্ষেত্রে যেমনটা চাইছিলেন, তেমনই বদল আসবে। গণ পরিবহনের মাধ্য়ম এড়িয়ে চলাই ভালে।

Libra তুলা
নিয়মিত শরীরচর্চা ছাড়বেন না। কর্মক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সবার মন জয় করবেন। নিজের পছন্দের মানুষটির প্রেমী হতে গেলে আরও খানিকটা সময় লাগবে।

Scorpio বৃশ্চিক
অর্থনৈতিক স্থিতাবস্থা বজায় থাকবে। কর্মক্ষেত্রে লাইমলাইটে আসবেন। বন্ধুদের সঙ্গে ফান ট্রিপের সম্ভাবনা। পছন্দসই জীবনসঙ্গী বেছে নেওয়ার দিন।

আরও পড়ুন- দিল্লির শতাধিক স্কুলে বোমাতঙ্ক, হুমকি মেইলে

Sagittarius ধনু
শরীর সুস্থ রাখতে গেলে খাদ্য়াভ্য়াস নিয়ন্ত্রণে আনতে হবে। কর্মক্ষেত্রে ভালো কাজের মাধ্য়মে সিনিয়রদের আস্থা অর্জন করবেন। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। সম্পত্তি ক্রয়ের জন্য় শুভ দিন।

Capricorn মকর
কর্মক্ষেত্রে কাজের চাপের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেম নিবেদনে ভালো দিন।

Aquarius কুম্ভ
চিন্তা দূর করে কর্মক্ষেত্রে সুনাম অর্জনের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়ের জন্য় দিনটি শুভ। প্রেম নিবেদনের জন্য়ে ভালো দিল।

Pisces মীন
অন্য়ের কাছে ঝুঁকিপূর্ণ মনে হওয়া এমন কোনও বিনিয়োগ থেকে লাভের আশঙ্কা। নতুন চাকরি হতে পারে। স্কুল বা কলেজ লাইফের কারও সঙ্গে দেখা হতে পারে।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ- https://www.facebook.com/nagarnamanews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *