বীরভূমে BJP-র প্রার্থীপদ বাতিল ! নতুন প্রার্থী কে ?

বাতিল হল বীরভূমের BJP প্রার্থীর পদ। প্রাক্তন IPS দেবাশিস ধরের জায়গায় প্রার্থী হলেন দেবতনু ভট্টাচার্য। জানা গেছে, রাজ্য সরকারের তরফে নো ডিউজ় সার্টিফিকেট না দেওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গতকালই BJP-র তরফে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছিলেন এবং তার মনোনয়ন গ্রহণ করা হয়েছিল। এদিকে উক্ত ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিস ধর। সেখানেই তিনি মনোনয়ন গ্রহণের জন্য আবেদন জানাবেন বলে জানা গেছে। এনিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস ধরের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত করার কথা বলেছেন। তাই আর ঝুঁকি নিতে চায়নি গেরুয়া শিবির। তড়িঘড়ি দ্বিতীয় প্রার্থীর মনোনয়ন জমা করা হয়। জানা গেছে, কোচবিহারের বিতর্কিত জেলা পুলিশ সুপার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন, কিন্তু রাজ্য সরকারের তরফে তাঁকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published.