Loksabha Election 2024: নির্মলা সীতারমন থেকে সুধামূর্তি, সকাল সকাল ভোট দিলেন বিশিষ্টরা
১৮ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৮৮টি লোকসভা আসনে চলছে ভোটপ্রদান। আর সকাল সকাল দেশের অর্থমন্ত্রী থেকে শুরু করে সাংসদ, আমলারা সবাই ভোটের লাইনে।
ভোট দিলেন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, “আমার ভোট আমার অধিকারের কথা বলে, আমাদের কথা কে তুলে ধরবে সেই মানুষটিকে বেছে নেওয়ার ক্ষমতার কথা বলে।”
কান্নুরের ১৬১ নম্বর বুথে ভোট দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বেঙ্গালুরুর BES বুথে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
ঝালওয়ারের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন BJP নেত্রী বসুন্ধরা রাজে। তিনি বলেন, “দেশ উন্নয়ন চায় তাই আবার সরকার গড়বে BJP এবং তৃতীয় বারের জন্য় প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি।”
নরসিংহপুরে ভোট দিলেন মধ্য়প্রদেশের মন্ত্রী প্রহ্লাদ সিং প্য়াটেল।
এরনাকুলামের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন কেরালার বিরোধী দলনেতা ভি ডি সতীশন।
বেঙ্গালুরুর BES বুথে ভোট দিলেন ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তি।
ভোট দিলেন বিশিষ্ট লেখক, সমাজসেবী সুধা মূর্তি। তিনি বলেন, “বাড়িতে বসে না থেকে বেরিয়ে আসুন। ভোট দিন এবং আপনার নেতাকে নির্বাচন করুন।”