Loksabha Election 2024: ময়নায় উদ্ধার BJP কর্মীর দেহ, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ
ভোটের দিন সকালেই উত্তপ্ত ময়নার বাকচা। উদ্ধার হল ১ BJP কর্মীর দেহ। মৃতের নাম দীনবন্ধু মিদ্যা। গতরাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পান বরজ থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। তবে এলাকাবাসীর অভিযোগ ওই যুবককে খুন করা হয়েছে। পরে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।
যদিও পরিবারের দাবি, BJP করার জন্য খুন করা হয়েছে দীনবন্ধুকে। প্রতিনিয়ত তৃণমূলের লোকজন তাদের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়িতে এসে হামলা চালাত বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেনি সে। এরপর খোঁজ শুরু হয়। রাতের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পানের বরজ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।
দেহটি ঝুলে থাকলেও হাঁটু মোড়া অবস্থায় মাটিতে লেগে রয়েছে। আর এখান থেকেই সন্দেহের সূত্রপাত। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।