সমকামী সম্পর্কে জড়ালে হতে পারে ১৫ বছরের জেল, ইরাকে পাশ নয়া আইন

সমকামী সম্পর্কে জড়ালে হতে পারে সর্বাধিক ১৫ বছরের জেল। ইরাকে পাশ হল নয়া আইন। ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতে এই নতুন আইন করা হয়েছে বলে দাবি সরকারের।

জানা গিয়েছে, ইরাকে এবার থেকে যদি কেউ সমকামী সম্পর্কে জড়ান তাহলে তাঁর সর্বাধিক ১৫ বছর ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হবে। সমকামিতা ও দেহ ব্যবসার প্রচার করলে হবে ৭ বছরের কারাদণ্ড। রূপান্তরকামীরাও এই আইনের কোপ থেকে বাদ পড়েননি। কেউ যদি লিঙ্গ পরিবর্তন করেন অথবা নারীদের বেশ ধারণ করেন তাহলে তাঁর ১-৩ বছরের কারাদণ্ড হবে। পাশাপাশি ৭৭০০ ইউরো জরিমানা দিতে হবে। ভারতে যার মূল্য ৬ লাখ ৮৬ হাজার টাকারও বেশি।

উল্লেখ্য, প্রথমে ইরাকে সমকামীতার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা সুপারিশ করা হয়েছিল। কিন্তু ইউরোপীয় দেশগুলি ও আমেরিকার বিরোধিতায় তা কার্যকর হয়নি। সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের সাজায় সিলমোহর পড়ে। বর্তমানে ৬০টির বেশি দেশে সমকামীতা বেআইনি। ১৩০টির বেশি দেশে এই সম্পর্ক বৈধ।  

Leave a Reply

Your email address will not be published.