একের পর এক প্রায় ২০ বার কম্পন, সুনামির সতর্কবার্তা জারি জাপানে

বছরের প্রথম দিনেই বিপর্যয় নেমে এল জাপানে। ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। এখানেই শেষ নয়। উপকূলবর্তী এলাকায় উত্তাল হয়ে ওঠে সমুদ্র।
দেড় ঘণ্টায় প্রায় ২০ বার কম্পন অনুভূত হয়। আর এর জেরে একাধিক শহরে ইতিমধ্যেই সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে।

জাপানের মৌসম ভবন সূত্রে খবর, ৫ মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে। ভ্লাদিভসতক ও নাখোদকা শহর সহ উত্তর-পশ্চিম উপকূলবর্তী শহরগুলিকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ইশিকাওয়া প্রদেশে একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ইতিমধ্যেই রেলস্টেশন সহ একাধিক এলাকার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখলে আঁতকে উঠতে হয়।

সামগ্রিক পরিস্থিতির মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সুনামি নিয়ে যাবতীয় তথ্য মানুষজনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সমুদ্র সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে আনার কাজ শুরু হয়ে গেছে। সমস্তরকম ক্ষয়ক্ষতি ও প্রাণহানি রুখতে সদা তৎপর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.