আমেরিকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৩ ভারতীয়
আমেরিকার মাটিতে একইসঙ্গে মৃত্য়ু ৩ ভারতীয়র, আহত একজন। গুজরাতের আনন্দের বাসিন্দা তিন মহিলা, আমেরিকার দক্ষিণ ক্য়ারোলিনায় মারাত্মক গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গিয়েছেন। এই মহিলারা আমেরিকার জর্জিয়াতে থাকতেন।
গ্রিনভিল কাউন্টির কাছে এই মহিলাদের এসইউভি গাড়িটি ব্য়াপক স্পিডে উল্টে গিয়ে হাওয়ায় প্রায় ২০ ফুট দূরে গিয়ে একাধিক গাছের সঙ্গে ধাক্কা মারে। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা কোনও সুযোগ পাননি তাঁদের বাঁচানোর।
এই তিন মহিলার নাম হল যথাক্রমে, রেখাবেন প্য়াটেল, সঙ্গীতাবেন প্য়াটেল, মনীষাবেন প্য়াটেল। গ্রিনভিল কাউন্টির পুলিশ আধিকারিকরা স্থানীয় সংবাদমাধ্য়মে জানিয়েছেন, এসইউভি গাড়িটি কোনও কারণে মারাত্মক স্পিডে চালানো হচ্ছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিজের লেন থেকে ২০ ফুট উড়ে গিয়ে অন্য় ৪-৫টি লেন পেরিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। তবে আধিকারিকরা নিশ্চিত করেছেন, এই দুর্ঘটনায় অন্য় কোনও গাড়ির যোগ নেই। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার কারণ। এই ঘটনায় আহত অন্য় এক মহিলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্য়বস্থা করা হয়েছে। তাঁর স্বাস্থ্য়ের দিকে নজর রাখছেন চিকিৎসকরা।