কল্য়াণবাবুর জন্যই বিয়েটা হয়েছে, বিতর্কের মাঝে বললেন শ্রীময়ী
রিয়্যাক্ট করছেন গ্রামের মহিলারা। এই কারণ দেখিয়েই উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চল মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। আর সেই ঘটনা নিয়েই সম্প্রতি মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। উল্লেখ্য, যে সময় এই ঘটনাটি ঘটেছিল সেই সময় অসুস্থ ছিলেন শ্রীময়ী।
শ্রীময়ী বলেন, ‘ওই ঘটনা একেবারেই রাজনৈতিক। গরমে হয়তো কল্যাণ ব্যানার্জি কাহিল ছিলেন তাই এমন রিয়্যাক্ট করেছেন।‘ রাজনৈতিক ময়দানে যাই হোক না কেন কল্যাণবাবুর জন্যই যে তাঁদের বিয়েটা সম্ভব হয়েছে সেই কথা উল্লেখ করেছেন শ্রীময়ী। তিনি জানিয়েছেন, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীকে তাঁরা সবসময় পাশে পেয়েছেন। যদিও এই ঘটনায় কাঞ্চন মল্লিক যে বেশ হতাশ হয়েছেন সেই বিষয়টিও উল্লেখ করেছেন শ্রীময়ী।
উল্লেখ্য, শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর থেকেই স্ত্রীর সঙ্গে কাঞ্চন মল্লিকের নানান রোম্যান্টিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাকাশ্যে এসেছে। সেই নিয়ে ট্রোলেরও সম্মুখীন হয়েছেন ওই দম্পতি। বয়সের ফারাক নিয়ে কটাক্ষও শুনতে হয়েছে। সেই আবহেই গত বৃহস্পতিবার ভোটের প্রচারে কাঞ্চনকে সঙ্গে নিয়ে যেতে চাননি কল্যাণ ব্যানার্জি। জানা গিয়েছে, ওইদিন কল্যাণের জিপ থেকে নেমে কাঞ্চন সোজা শ্রীময়ীর কাছে চলে যান।