বাউলের ঘরানা ও জীবনের গল্প বলতে আসছে পার্বতী বাউলের বায়োপিক

বাউলের ধ্বনিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আসছে পার্বতী বাউলের বায়োপিক ‘জয়গুরু’। চলচ্চিত্র নির্মাতা সৌম্যজিৎ মজুমদার তাঁর কাহিনী চিত্র ‘হোম কামিং’ (Homecoming) -এর সাফল্যের পর সিনেমার পর্দায় তুলে ধরছেন বাউল সাধিকার জীবনী। টাইম স্কয়্য়ারে পয়লা বৈশাখ উপলক্ষ্যে পার্বতী বাউলের অনুষ্ঠানে এই খবর প্রকাশের পর উচ্ছ্বসিত সকলে।

এই মুহূর্তে চলছে চিত্রনাট্যের কাজ। সিনেমার পটভূমিতে দেখা যাবে রাধিকা দাস বাউলের পথ চলা, যেখানে বলিউডের সঙ্গীত পরিচালক ঋত্বিকের সহযোগিতায় বাউল গানের অ্যালবাম তৈরি করা হবে। তারপর তাঁদের মধ্যে গড়ে ওঠে এক অপ্রতিম বন্ধন। কিন্তু কিছুদিনের মধ্যেই অন্তর্হিত হয়ে যান নিগূঢ় এই শিল্পী। তারপর?

প্রাচ্য ও পাশ্চাত্যের নানা জায়গার মেলবন্ধনে তৈরি ‘জয়গুরু’ পৌঁছাবে কান চলচ্চিত্র উৎসবে। শান্তিনিকেতন, কলকাতা, বৃন্দাবন ও কেরালার সঙ্গে সঙ্গে শ্যুট করা হবে UK ,USA ও ফ্রান্সের একাধিক জায়গায়। স্বনামধন্য সিনেমাটোগ্রাফার রবি বর্মণ এই বায়োপিক শুটিংয়ের দায়িত্ব নিয়েছেন। হিন্দিতে বরফি (Barfi) , গোলিয়ো কি রাসলীলা রামলীলা (Goliyon Ki Raasleela Ram-Leela) , তামাশা (Tamasha) এবং সঞ্জু (Sanju) -র পাশাপাশি বিভিন্ন দক্ষিণী সিনেমার দৃশ্য ফুটে উঠেছে তাঁর ক্যামেরায়।

সৌম্যজিৎ ‘জয়গুরু’ প্রসঙ্গে জানান, ছোটো থেকেই বাউল গান ও বাউল দর্শন আমাকে গভীরভাবে আকর্ষিত করে। ২০২২ -এ  ‘হোমকামিং’ (Homecoming) -এর মুক্তির পরবর্তী এক বছরে পার্বতী বাউলের জীবন নিয়ে গবেষণার ফসল এই ছবি।

পার্বতী বাউলের কথায়, সৌম্যজিতের কঠোর পরিশ্রম ও গবেষণা ওনার অঙ্গীকার ও আন্তরিকতারই প্রকাশ। বহু প্রাচীন আধ্যাত্মিক বাউল ঐতিহ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সিনেমার মূল লক্ষ্য। বাউলের নিঃস্বার্থ সেবা ও আত্মজ্ঞান এই মাধ্যমটির দ্বারা ছড়িয়ে পড়ুক আরও বৃহৎ দর্শক ও শ্রোতাদের মাঝে। বাউল পথে যে গভীর নিরাময় ও রূপান্তরের মূলবার্তা রয়েছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। 

শীঘ্রই সিনেমার শুটিং শুরু হচ্ছে। প্রকৃতি ও প্রাণীকুলের মধ্যে যে সংযোগ পার্বতী বাউলের ছন্দে পাওয়া যায়, তা ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বে।

“Make your life into a Prayer” – শ্রী সনাতন দাস ঠাকুর বাউল।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published.