শতাব্দী পুরোনো পোস্টকার্ড মিলিয়ে দিল দুই প্রজন্মকে
শতাব্দী পুরনো এক পোস্ট কার্ড, হাতে লেখা ছোট্ট বার্তা। পিছনে ছাপা এডউইন হেনরি ল্যান্ডসারের আঁকা The Challenge(১৮৪৪)। ১২১ বছর পুরনো পোস্টকার্ডটি অবশেষে যখন তার গন্তব্যে পৌঁছালো, মুহূর্ত যেন এক পলকে থমকে গেছিল। গন্তব্যস্থল অবশ্য বর্তমানে Swansea Building Society। এখানেই এককালে ছিল সারি সারি বাড়িঘর।
Read More