কুর্নিশ (পর্ব – ১)

জনার্ধন ভইর। স্বপ্নকে তার কাঙ্খিত উড়ান দেওয়ার কারিগর। প্রথম জীবনে চাষাবাদ করতেন মহারাষ্ট্রের এই চাষি। পরে দুধ বেচা শুরু করেন। দিনের পর দিন বাড়তে থাকে ডেয়ারি ব্যবসা। বিল্ডার হিসেবেও কাজ শুরু করে দেন। নিজের রাজ্য ছাড়িয়ে হরিয়ানা, পঞ্জাব, গুজরাত সহ নানা রাজ্যে শুরু দুধের সরবরাহ। কিন্তু একা হাতে চারদিক সামলানো চারটি খানি কথা নয়। তাছাড়া বার বার দেশের নানা প্রান্তে যাতায়াত লেগে থাকে। এবার দুধের ব্যবসায় গতি আনতে হেলিকপ্টারের ডানায় ভর করে এগিয়ে যেতে চান তিনি। তাই কিনে ফেললেন ৩০ কোটি টাকার হেলিকপ্টার।১৫ সেপ্টেম্বর হেলিকপ্টার হাতে পাচ্ছেন জনার্দন। নিজের ২.৫ একর জমি আছে, যেখানে হেলিকপ্টারের জন্য হেলিপ্যাড ও অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। এর পাশাপাশি পাইলট রুম, টেকনিশিয়ান রুমও বানাচ্ছেন তিনি। চাষবাস থেকে যাত্রা শুরু করা লোকটির এখন ১০০ কোটি টাকার সম্পত্তি। কুর্নিশ এই লড়াইকে।

Leave a Reply

Your email address will not be published.