খবরদেশ

চিন্তা বাড়াচ্ছে টম্যাটো ফ্লু, জেনে নিন খুঁটিনাটি

টম্যাটো ফ্লু। অগাস্টে বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল। এখনও কোথাও না কোথাও খানিকটা চিন্তার বিষয়। বিশেষ করে কেরল ও ওড়িশায় থাবা বসিয়েছে এই রোগ। কী এই টম্যাটো ফ্লু ? কীভাবে ছড়ায় ? কীভাবে নিরাময় সম্ভব ? আসুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

Lancet Respiratory Journal-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেরালার কোল্লামে মে মাসে এই রোগ প্রথম দেখা যায়। এপর্যন্ত প্রায় ১০০ জন শিশু আক্রান্ত। লক্ষণীয় বিষয় হল, অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের বয়স ৫ বছরের নিচে।

কেন এই নামকরণ

টম্যাটো ফ্লুর জেরে লাল ফোস্কা দেখা যায়, ব়্যাশ লক্ষ্য় করা যায়। যা খানিকটা টম্যাটোর মতো দেখতে। এখান থেকেই এই রোগের নামকরণ।

উপসর্গ

চিকুনগুনিয়ার মতোই এই রোগের উপসর্গ। পেশিতে ব্যথা, জ্বর, হাতে-পায়ে লাল লা ফোস্কা বা ব়্য়াশ দেখা যায়। এর পাশাপাশি অসম্ভব অলসতা, গায়ে ব্য়থা ও ডিহাইড্রেশনও লক্ষ্য করা যায়।

কীভাবে সাবধানে থাকা যায়

যে কোনও ধরনের ফ্লু থেকে বাঁচতে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবন ধারণ করতে হবে। এর পাশাপাশি নিজের আশপাশটাও পরিষ্কার রাখতে হবে।

যদি বাচ্চার শরীরে এরকম কোনও উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে থেকে আগবাড়িয়ে কোনওরকম ওষুধ খাওয়া বা ঘরোয়া চিকিৎসা না করাই ভালো।

অনেকেই এটিকে করোনার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। কারণ উপসর্গগুলি প্রায় একইরকম। তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই। মাথায় রাখতে হবে সাধারণ ভাইরাল জ্বরেও এই ধরনের উপসর্গ দেখা যায়।

অনেকসময় রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জেরে জাঁকিয়ে বসে এই ধরনের ভাইরাল রোগ। সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করার দিকে নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *