স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতল ভারত

আবার অস্কারের মঞ্চে নজির গড়লেন দুই সিনে-নির্মাতা। দেশে অস্কার আনল তামিল ছবি দা এলিফ্যান্ট হুইস্পারার্স। ২০২৩ সালে স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার সেরা হল এই ছবি।

হাউ টু মেজ়ার আ ইয়ার, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেটের মতো ছবিকে টেক্কা দিয়ে শেষমেশ অস্কার জিতে নিল এই তথ্যচিত্র। গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে আবর্তিত হয়েছে। তিনজনের সম্পর্কের রসায়নকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক কার্তিকি গনসালভেস। পরিচালক নিজের দেশকে উৎসর্গ করেছেন এই জয়। পরিচালকের কথায়, এই জয় আমার মাতৃভূমি ভারতের জন্য।

উল্লেখ্য, এবছর তিনটি অস্কার মনোনয়ন পেয়েছিল ভারত। নাটু নাটু গানের পর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতল দা এলিফ্যান্ট হুইস্পারার্স।

Leave a Reply

Your email address will not be published.