মহানগররাজ্য

মাধ্যমিকের ফলপ্রকাশ, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (madhyamik result 2024)। আজ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ফলপ্রকাশের পর উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

নিজের X হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশে লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনা করি।”

উল্লেখ্য, এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন। এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পাশের হার ৮৬.৩১ শতাংশ ।

মাধ্যমিকের ফলাফল দেখুন : https://wbresults.nic.in/

কীভাবে দেখবেন :
প্রথমে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in -এ ঢুকতে হবে। এরপর হোমপেজে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে পরীক্ষার্থীদের রোল নম্বর, জন্মতারিখ-সহ প্রয়োজনীয় তথ্য জমা দিলেই দেখা যাবে রেজ়াল্ট।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্য়ানেল- https://www.youtube.com/@NagarNama424

ফলো করুন ফেসবুক পেজ– https://www.facebook.com/nagarnamanews

ফলো করুন X হ্য়ান্ডেলে – https://twitter.com/nagarnama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *