ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা ডেভিড ওয়ার্নারের

টেস্ট থেকে আগেই অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। এবার নতুন বছরের প্রথম দিনে ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে ওয়ান ডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তবে ভবিষ্যতে দেশের প্রয়োজনে ফেরার ইঙ্গিতও দিয়ে গেলেন তিনি।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে জানান, এবার ওয়ান ডে ফরম্যাটকে বিদায় জানাতে চান। উল্লেখ্য, ১৬১ ওয়ান ডে ম্যাচে ৬৯৩২ রান করেছেন ওয়ার্নার। গড় ৪৫.৩০। শুরুতে ব্যাট করতে নেমে বরাবরই প্রতিপক্ষের বোলিং ব্রিগেডকে বরাবর ধরাশায়ী করার চেষ্টা চালিয়ে গেছেন। সেই ছাপ পড়েছে স্ট্রাইক রেটেও। ৯৭.২৬ স্ট্রাইক রেটে ওয়ানডে ফরম্যাটে চিরকাল এক উল্লেখযোগ্য নাম হয়ে থেকে যাবেন ওয়ার্নার। ওয়ান ডে ক্রিকেটে রয়েছে ২২টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

ওয়ার্নার ইতিমধ্যেই ২ বার অস্ট্রেলিয়া ক্রিকেট দলেরএকদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতিয়েছেন। ২০১৫ সালে ঘরের মাঠে ও ২০২৩ সালে দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published.