তিলোত্তমাকে জন্মদিনের রিটার্ন গিফ্ট ২২ গজের রাজার, বিরাট রেকর্ড গড়ল কোহলি

তখন ৯৯ অপরাজিত। হেমন্তের রবিবারের সন্ধ্যায় শহর যেন সব ভুলেছে। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। রাস্তার পাশে গাড়ি থামিয়েছে ড্রাইভার। প্রেমিকার কথা বেমালুম ভুলে ফোনে মুখ গুঁজেছে বোকা প্রেমিক। চায়ের গ্লাসের ধোঁয়া উড়ছে। কিন্তু ঠোঁটের কাছে গিয়ে থমকে গেছে। হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট। সবাই শুধু রাজার রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়। সেই দৃশ্য দেখার অপেক্ষায়, যেখানে এগারোর বিশ্বকাপে ক্রিকেট ঈশ্বরকে কাঁধে বয়ে নিয়ে যাওয়া ছেলেটি আজ তাঁর রেকর্ডের সমকক্ষ হয়ে উঠবে। গ্যালারিতে সন্ধ্যা নামলেও আজ যেন দীপাবলি। নিজেদের ইচ্ছের, অপেক্ষার, আবেগের ফ্ল্যাশ লাইট জ্বেলে চাতকের মতো চেয়ে আছে ভক্তরা। শেষমেশ অপেক্ষার অবসান। রাবাডার পরের বল ঠেলে দিয়ে আবার নতুন রেকর্ড তৈরি করে ফেললেন কিং কোহলি। আজ ক্রিকেট বিশ্ব মুগ্ধ। আনন্দে আত্মহারা। আজ তাদের রাজার জন্মদিন। আর রাজার নতুন ইতিহাস গড়ার দিন।

জন্মদিনে নিজেকে ও ক্রিকেট বিশ্বকে এর থেকে বোধহয় আর বেশি কিছু দেওয়া সম্ভব নয়। শেষমেশ তেন্ডুলকরের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন কোহলি। একদিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১১৯ বলে পূর্ণ হল শতরান। তবে এই রেকর্ড ছুঁতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। এই বিশ্বকাপেই তিনবার শতরানের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে। তবে ইডেনের ২২ গজ হতাশ করল না কিং-কে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে পূর্ণ হল সেই স্বপ্ন।

কোহলির সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর সচিন। পাশাপাশি বিরাট যে আর কয়েকদিনের মধ্যেই তাঁর রেকর্ডকে ছাপিয়ে যাবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.