নেপালে ভূমিকম্প, মৃত বেড়ে ১২৮ ; কেঁপে উঠল দিল্লিও
রাতের ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। মৃতের সংখ্যা বেড়ে ১২৮। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। প্রসঙ্গত, ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। তবে দেশে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।
গতকাল রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে। আর এর জেরে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ ভারতের বহু জায়গা। জানা গেছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। উৎসস্থল ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় এদেশেও টের পাওয়া গেছে। তবে ভারতে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। নেপালের এই পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশের প্রধামন্ত্রী শোকপ্রকাশ করেছেন।
নেপাল প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের জেরে বহু জায়গায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। রাত থেকেই উদ্ধারকাজ চলছে। এপর্যন্ত ১২৮ জনের দেহ উদ্ধার হয়েছে। বহু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, মাসখানেকের মধ্যে তিনবার ভূমিকম্প হল নেপালে। এর আগে ২০১৫ সালে ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই রেশ এখনও কাটেনি। আবার শুরু মৃত্যু মিছিল। আপাতত আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার প্রার্থনা করছে নেপালবাসী।