মৃতের সংখ্যা প্রায় ১০০, শতাব্দীর সবচেয়ে ভয়াবহ দাবানলের সাক্ষী হাওয়াই

১০০ বছরের ইতিহাসে প্রথমবার এইরকম এক নির্মম পরিস্থিতির শিকার হাওয়াই। দাবানলের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা ১০০ ছুঁতে চলেছে। দিনের পর দিন স্বজন হারানোর সংবাদে আপাতত ভারাক্রান্ত হাওয়াইর আকাশ-বাতাস।

৮ অগাস্ট হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলের জঙ্গলে দাবানলের সূত্রপাত। আর ঝোড়ো বাতাসের সংস্পর্শে এসে তা তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। ক্রমেই সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় থাবা বসায় দাবানল। তারপর থেকেই শুধু ধ্বংস আর মৃত্যুর সংবাদ। এপর্যন্ত আগুনে পুড়ে ছাই ২০০০-এর বেশি বাড়ি, রেস্তরাঁ সহ একাধিক নির্মাণ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৯৩। বর্তমানে যা ১০০ -র পথে এগোচ্ছে। হাওয়াই কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এলাকায় লাশ শনাক্তকারী কুকুর নিয়ে অভিযান চালানোর চেষ্টা চলছে। এর জেরে সংখ্যা আরও বাড়তে পারেই বলে জানাচ্ছে সেখানকার প্রশাসন। ইতিমধ্যেই প্রায় ২ হাজারের মত মানুষ এখন ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছে।

আপাতত, উদ্ধার কার্য ও সন্ধান জারি রয়েছে। উল্লেখ্য, এর আগে এক সুনামিতে এখানে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.