খবরদেশ

ত্রিপুরা সহ উত্তর-পূর্বের একাধিক এলাকায় ভূমিকম্প, কম্পনের মাত্রা ৫.৪

সোমবার সন্ধ্যায় হঠাৎই কেঁপে উঠল ত্রিপুরা, অসম সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্য। জানা গিয়েছে, কম্পনের মাত্রা ৫.৪। আপাতত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবার সন্ধ্যা ৮ টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। কম্পনের মাত্রা ছিল ৫.৪। এর উপকেন্দ্র ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ১৬ কিলোমিটার। উল্লেখ্য, উত্তর-পূর্বের রাজ্য ছাড়াও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।

তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, আজ থেকে ৭৩ বছর আগে ১৯৫০ সালের ১৫ অগাস্ট অসম- তিব্বতের একাংশে ভূমিকম্পের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। কম্পনের মাত্রা ছিল ৮.৬। সেই ভূমিকম্পে প্রায় ৪০০০ মানুষের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *