পুলিশি হেপাজতেই আত্মঘাতী সলমনের বাড়িতে গুলিকাণ্ডে ধৃত অনুজ

সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চালানোর ঘটনায় এবার নয়া মোড়। পুলিশি হেপাজতে থাকাকালীন আত্মহত্যা করল অনুজ থাপন (Anuj Thapan) নামে গ্রেপ্তার ১ যুবক। জানা গেছে, গতকাল সকালে পুলিশি হেপাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করে অনুজ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দিন কয়েক আগেই সলমন খানের বাড়ির বাইরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় পঞ্জাব থেকে ২ জনকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের নাম সনু সুভাষ চান্দের ও অনুজ থাপান। পুলিশি তদন্তে উঠে এসেছিল, এরা দু’জনেই বিষ্ণোই গ্যাঙের সঙ্গে জড়িত এবং পঞ্জাব থেকে শুটারদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। অনুজ ও সনু সুভাষকে পুলিশি হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত চলছিল। আর এবার নতুন করে জল্পনা তৈরি হল। পুলিশি হেপাজতে থাকাকালীন আত্মঘাতী হল অনুজ।

আরও পড়ুন : সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২

উল্লেখ্য, ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালায় দুষ্কৃতীরা ও বাইকে করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এরপর তদন্তে নেমে ভিকি গুপ্তা ও সাগর পাল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গুলি চালানোর ঘটনায় অস্ত্র উদ্ধারের জন্য অনুসন্ধানে নেমে গুজরাতের তাপি নদী থেকে ২টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে পুলিশ। স্কুবা ড্রাইভারদের সহায়তায় চলে তল্লাশিও। পাশাপাশি ধৃত ২ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে সনু সুভাষ ও অনুজকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.