সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার ২
সলমন খানের বাড়ির বাইরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এবার পঞ্জাব থেকে ২ জনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের নাম সনু সুভাষ চান্দের ও অনুজ থাপান। জানা গেছে, এই দু’জন অভিযুক্তই বিষ্ণোই গ্যাঙের সঙ্গে জড়িত। পুলিশি তদন্তে উঠে এসেছে, এরাই পঞ্জাব থেকে শুটারদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল।
উল্লেখ্য, ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালায় দুষ্কৃতীরা ও বাইকে করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। এরপর তদন্তে নেমে ভিকি গুপ্তা ও সাগর পাল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। গুলি চালানোর ঘটনায় অস্ত্র উদ্ধারের জন্য অনুসন্ধানে নেমে গুজরাতের তাপি নদী থেকে ২টি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে পুলিশ। স্কুবা ড্রাইভারদের সহায়তায় চলে তল্লাশিও। পাশাপাশি ধৃত ২ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
এবার সেই তদন্তে নয়া মোড়। পঞ্জাব থেকে ২ জনকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার ছোটো ভাই আনমোল বিষ্ণোইকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।