শীতে রুক্ষ, শুষ্ক চুলকে সতেজ রাখতে দারুণ কার্যকরী এগুলি

ইতিমধ্যেই বেশ ঠান্ডা পড়েছে। আর সঙ্গে কিছু খুব চেনা অস্বস্তি আবার ফিরে এসেছে। গা – হাত – পা ফেটে যাওয়া, রুক্ষ, শুষ্ক ভাব ইত্যাদি। এরই সঙ্গে আর একটি সমস্যা হল চুল। শীতে চুলের অবস্থাও একইরকম। কারণ ঠান্ডা বাতাস আমাদের চুলের গোড়ার আদ্রতাকে শোষণ করে নেয়। আর ঠিক এখানেই রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস ম্যাজিকের মতো কাজ করে। আসুন জেনে নেওয়া যাক বিশদে।

নারকেল তেল

শীতকালে এর জুড়ি মেলা ভার। ক্রমশ শুষ্ক হয়ে যাওয়া মাথার ত্বকে যদি ভালো করে নারকেল তেল লাগানো যায়, তাহলে চুলের বৃদ্ধি, ঔজ্জ্বল্য সমস্ত কিছু ঠিক থাকে।

দই

এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড চুলের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। মাথার ত্বকে যদি কোনও মৃত কোষ থাকে, তাহলে তা পরিষ্কার করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

কলা

এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা চুলের কোষে তথা গোড়ায় রক্ত সঞ্চালনে সাহায্য করে। ফলে চুল পড়া কমে যায়। চুলের বৃদ্ধি ও ঔজ্জ্বল্য বাড়ে।

ডিম

এতে প্রচুর পরিমাণে প্রোটিন, বায়োটিন ও ফোলেট রয়েছে। এগুলি চুলের গোড়া মজবুত করার পাশাপাশি চুল ঘন করতে সাহায্য করে। চুলের স্বাস্থ্য ভালো রাখে। অনেকেই চুলে এগ মাস্ক ব্যবহার করেন।

তাই, কোনও চিন্তার কারণ নেই। বাড়িতেই হাতের কাছে রয়েছে এগুলি। যা খুব সহজেই একটি নির্দিষ্ট সময় অন্তর নিয়ম মেনে ব্যবহার করা যেতে পারে। যদি কারও চুলে অন্য কোনও সমস্যা থাকে, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ একান্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published.