PF অ্যাকাউন্টে কবে ঢুকবে সুদের টাকা? জানাল EPFO
২০২৩-২৪ অর্থবর্ষে PF অ্যাকাউন্টে কবে জমা পড়বে সুদের টাকা? চাকরিজীবীদের মনে বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। ইতিমধ্যেই EPFO-র তরফে সুদের হার বাড়ানো হয়েছে। গত অর্থবর্ষে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছে।
সম্প্রতি EPFO-র এক সদস্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে জিজ্ঞাসা করেছিলেন ২০২৩-২৪ অর্থবর্ষের সুদ কবে ক্রেডিট করা হবে? তারই উত্তরে EPFO-র তরফে জানানো হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে যাতে দ্রুত সুদের টাকা পৌঁছে যায় সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্টে সম্পূর্ণ সুদের টাকাই ক্রেডিট হবে। সুদের টাকা কাটা হবে না। এছাড়া EPFO-র তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের মার্চ পর্যন্ত ২৮.১৭ কোটি গ্রাহকদের অ্যাকাউন্টে ২০২২-২৩ আর্থিক বছরের সুদের টাকা প্রদান করা হয়েছে।
@PMOIndia Sir my question is when EPFO interest of subscribers FY-2023-24 will be credited? This will improve the image of EPFO & subscribers will bless the Central Govt.
— Sukumar Das (@sukumarbbr) April 22, 2024
PF ব্যালেন্স কীভাবে চেক করবেন?
১. UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপে নিজের মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে। এরপর অ্যাপে লগইন করে আপনি EPFO অপশনের মাধ্যমে নিজের PF অ্যাকাউন্টের পাসবুক দেখতে পারবেন।
২. EPFO ওয়েবসাইট খুলে মেম্বার পাসবুক অপশনের মধ্যে নিজের PF অ্যাকাউন্টের UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যালেন্স চেক করতে পারেন।